বাউফল উপজেলায় দেশীয় অস্ত্র ও ৪টি গুলিসহ ইসমাইল গাজী (৫০) নামে এক আন্তজেলা ডাকাত সর্দারকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার ভোর ৬টায় উপজেলার কেশবপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাউফল থানার ওসি আল মামুন বলেন, ‘ইসমাইল গাজী আন্তজেলা ডাকাত দলের সর্দার। তাঁর বিরুদ্ধে ডাকাতি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া তাঁর নামে বাউফল থানা ও পটুয়াখালী আদালতে ডাকাতি, বিস্ফোরক ও হত্যার চেষ্টাসহ একাধিক মামলা রয়েছে। গতকাল রোববার ভোরে উপপরিদর্শক নাছির উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ গ্রেপ্তার করে তাঁকে।’
অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় দীর্ঘ বছর ধরে ডাকাতি করছেন ইসমাইল গাজী। এর আগে তিনি একাধিকবার গ্রেপ্তার হন। কিন্তু ওই প্রভাবশালীদের সহায়তায় জেল থেকে বের হয়ে আবার ডাকাতিতে জড়িয়ে পড়েন তিনি।