প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রাণীসেবা কর্মীদের অংশগ্রহণে ২১ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে (বার্ড) প্রাণিসম্পদ অধিদপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্পের অর্থায়নে বার্ড এ কর্মশালার আয়োজন করে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান।
উদ্বোধন অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. নজরুল ইসলাম, বার্ডের পরিচালক মোহাম্মদ আবদুল কাদের, আফরীন খান, যুগ্ম পরিচালক ও কোর্স সমন্বয়ক আজমা মাহমুদা, সহকারী পরিচালক কাজী ফয়েজ আহমেদ।
প্রশিক্ষণ কোর্সে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। প্রশিক্ষণে প্রাণীসেবার মৌলিক বিষয়গুলো শেখানো হবে।