হোম > ছাপা সংস্করণ

অনুদানের সিনেমায় ইমন

প্রথমবারের মতো সরকারি অনুদানের সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়ক মামনুন ইমন। শাহরিয়ার কবিরের কিশোর গোয়েন্দা উপন্যাস ‘নুলিয়াছড়ির সোনার পাহাড়’ অবলম্বনে একই নামে তৈরি হচ্ছে সিনেমাটি। ইতিমধ্যেই অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ইমন। তাঁর সহশিল্পী হিসেবে চূড়ান্ত হয়েছেন অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা।

একটি বিশেষ চরিত্রে অভিনয়ের জন্য কথা চলছে তারিক আনাম খানের সঙ্গে। এ ছাড়া বেশ কয়েকজন শিশুশিল্পীও অভিনয় করবে এতে। সিনেমাটি পরিচালনা করবেন লুবনা শারমিন।

এ প্রসঙ্গে ইমন বলেন, ‘কিশোর থ্রিলার গল্পে তৈরি হচ্ছে সিনেমাটি। শিশুতোষ সিনেমা নিয়ে আমার আগ্রহ অনেক দিনের। এবার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তা ছাড়া, অনুদানের সিনেমাতেও প্রথমবারের মতো অভিনয় করব। অনেক যাচাই-বাছাইয়ের পর একটি সিনেমাকে অনুদানের জন্য নির্বাচন করা হয়। সেই বিবেচনায় বলা যায়, এটা ভালো মানের একটি সিনেমা হবে।’

ইমন জানিয়েছেন এ মাসের ২৮ তারিখে শুটিংয়ে অংশ নেবেন তিনি। শুটিং করবেন চট্টগ্রামে। চলতি বছরে সিনেমার শুটিং শেষ করে পোস্ট প্রোডাকশনের কাজ হবে। আগামী বছর সিনেমাটি হলে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ