জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার দাবিতে গতকাল রোববার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নবাসীর উদ্যোগে উপজেলার বটতলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
হাসিনুল হক হুসনুর সভাপতিত্বে এবং আব্দুল মান্নানের পরিচালনায় সমাবেশে বক্তারা বলেন, মামলার অজুহাত দেখিয়ে নির্বাচন থেকে বঞ্চিত করা হচ্ছে ইউনিয়নবাসীকে। নির্বাচন বন্ধ রাখার বিষয়ে আদালতের কোনো আদেশ বা নির্দেশ সংক্রান্ত সঠিক তথ্য নেই। তবু কী কারণে নির্বাচন বন্ধ রাখা হয়েছে তা উপজেলা প্রশাসনের কাছে জানতে চান বক্তারা।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন মো. ইন্তাজ আলী, আব্দুল মতিন শাহীন, হানিফ আহমদ, আব্দুল মালিক পাখি, আব্দুস শুকুর, এম জেড এ জাহাঙ্গীর, আব্দুল মান্নান, মাওলানা আলীম উদ্দিন।
আরও বক্তব্য দেন বাবুল মিয়া, নুর আহমদ, মম আলম কয়েছ, হাজী মাহমুদ আলী, আব্দুর রব, আব্দুর রহিম, সুভাস দাস বাবলু।