স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রী অসম্ভবকে সম্ভব করে যাচ্ছেন। তিনি বলেছিলেন, ২০০৮ সালে নির্বাচিত হলে বাংলাদেশকে পাল্টে দেব। তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আজ উন্নয়নের রোল মডেল তৈরি হয়েছে।
গতকাল রোববার দুপুরে ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ইফাদ ইন্ডাস্ট্রিয়াল পার্কে একটি কারখানা পরিদর্শন শেষে মন্ত্রী এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যা বলেন তা-ই করেন। তিনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অন্ধকার থেকে আলোকিত বাংলাদেশের ঘোষণা দিয়েছেন, সেটা তিনিই করতে পারবেন।
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, আমরা যে দুর্বার গতিতে এগিয়ে চলেছি, তারই ধারাবাহিকতা রক্ষার জন্য আমাদের শিল্পকারখানাগুলো সমান তালে চলছে।। ইফাদ গ্রুপ বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি শিল্প প্রতিষ্ঠান। বিভিন্ন মডেলের বাস-ট্রাক ও কাভার্ড ভ্যান বাজারজাত করার মাধ্যমে তারা পরিবহন খাতে বিশেষ অবদান রাখছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশ গাড়ি সংযোজনকারী দেশের গণ্ডি পেরিয়ে গাড়ি উৎপাদনকারী দেশের তালিকায় অন্তর্ভুক্ত হবে।