হোম > ছাপা সংস্করণ

টুনটুনি আর রাজার কথা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

উফ্ফ! এত ছটফট করছ কেন বলো তো? চুপটি করে বসো। মজার একটা গল্প শোনো। এক ছিল টুনটুনি। একদিন টুনটুনি গিয়েছিল বেগুনপাতায় নাচতে। ওমা, নাচতে নাচতে সে খেল বেগুন কাঁটার খোঁচা। আর তাতে ফোড়া হয়ে গেল। কী কাণ্ড বলো তো। এত বড় ফোড়া কী করে সারবে–এ কথা ভাবতে লাগল টুনটুনি। সবাই বলল, ‘ওটা নাপিত দিয়ে কাটিয়ে ফেলো।’ তাই টুনটুনি নাপিতের কাছে গিয়ে বলল, ‘নাপিত দাদা, নাপিত দাদা, আমার ফোড়াটা কেটে দাও না!’

নাপিত তার কথা শুনে ঘাড় বেঁকিয়ে, নাক সিটকিয়ে বলল, ‘ইশ্‌! আমি রাজাকে কামাই, তোর ফোড়া কাটতে গেলুম আরকি!’ টুনটুনি সবটা জানিয়ে রাজার কাছে গিয়ে নালিশ করল, নাপিতের সাজাও প্রার্থনা করল।

নালিশ শুনে রাজামশাই হো হো করে হাসলেন, নাপিতকে কিছু বললেন না। তাতে টুনটুনির হলো ভীষণ রাগ। তারপর কী হলো জানো? না না, এখনই বলা যাবে না। তুমি নিজে পড়লে তবেই না মজা পাবে। দারুণ এই গল্পটা পাবে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা ‘টুনটুনি আর রাজার কথা’ শিরোনামের গল্পের বইয়ে।

বইটিতে ‘টুনটুনি আর রাজার কথা’, ‘টুনটুনি আর বিড়ালের কথা’ ও ‘চড়াই আর কাকের কথা’ নামে আরও তিনটি গল্প আছে।

মজার গল্পগুলোর সঙ্গে ছবিও এঁকেছেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী নিজেই। নতুন করে বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মামুন হোসাইন। বইটি প্রকাশ করেছে ছোটদের প্রকাশনা সংস্থা গোল্ডেন বুকস। ঘরে বসে রকমারি থেকেও কিনতে পারবে বইটি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ