হোম > ছাপা সংস্করণ

গণহত্যার ইতিহাস বিকৃতির অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের রামপালের ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃত করা ও আওয়ামী লীগ নেতা শেখ আব্দুস সালামের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে রামপাল উপজেলার ডাকরা বধ্যভূমির সামনে ডাকরা বধ্যভূমি সংরক্ষণ কমিটির উদ্যোগে এই মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বাগেরহাট জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অতিন্দ্রনাথ হালদার দুলাল, ডাকরা বধ্যভূমি সংরক্ষণ কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র রায়, সাধারণ সম্পাদক ও ডাকরা গণহত্যা বইয়ের লেখক বিষ্ণুপদ বাগচী, বীর মুক্তিযোদ্ধা শেখ আলতাফ হোসেন, আব্দুল খালেক হাজী, আব্দুল হামিদ শেখ, শেখ আব্দুল হক, ডাকরা গণহত্যার প্রত্যক্ষদর্শী শিক্ষক শিশির কুমার বিশ্বাস, পুনেন্দ বিশ্বাস, গণহত্যায় স্বজন হারানো মুক্তা বিশ্বাস, স্বপ্না রানী বিশ্বাস, দিপক রায় প্রমুখ বক্তব্য দেন।

তাঁরা বলেন, কেউ কেউ ব্যক্তি স্বার্থে ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃত করছেন। মোংলা পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি শেখ আব্দুস সালামকে ডাকরা গণহত্যায় জড়িত বলে মিথ্যা অপপ্রচার ও কুরুচিপূর্ণ মন্তব্য করছেন।

ডাকরা বধ্যভূমি সংরক্ষণ কমিটির সভাপতি প্রফুল্ল চন্দ্র রায় বলেন, এই গণহত্যাকে কেন্দ্র করে কোনো অপপ্রচার ও বিকৃত ইতিহাস রচিত হলে তা তাঁরা মেনে নেবেন না। এই গণহত্যার সঙ্গে শেখ আব্দুস সালামের কোনো সম্পৃক্ততা ছিল না।

ডাকরা গণহত্যা বইয়ের লেখক বিষ্ণুপদ বাগচী বলেন, ডাকরা গণহত্যা বিষয়ে বই লেখার সুবাদে এই এলাকার বীর মুক্তিযোদ্ধা, নিহতদের স্বজন ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে তিনি কথা বলেছেন। গণহত্যার সঙ্গে শেখ আব্দুস সালামের জড়িত থাকার কথা কেউ বলেননি।

বাগেরহাট জেলা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অতিন্দ্রনাথ হালদার দুলাল বলেন, ‘যে বা যারা ডাকরা গণহত্যার ইতিহাস বিকৃতের অপচেষ্টা করছেন তাদের ধিক্কার জানাই।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ