বাঘারপাড়ায় বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত ৫ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল বুধবার সকালে আসামিদের যশোর আদালতে পাঠানো হয়েছে। বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন, রায়পুর গ্রামের তারু মোল্লা, নারিকেলবাড়ীয়া গ্রামের ছেলে গোপাল বিশ্বাস ও সন্ন্যাসী ঋষি, বড় ভিটাবল্যা এলাকার গোলাম কুদ্দুস, জামদিয়া দক্ষিণপাড়া গ্রামের শহিদুল ইসলাম।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন জানান, গ্রেপ্তার করা আসামিরা বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আসামি। দীর্ঘদিন ধরে তাঁর পলাতক ছিলেন।