হোম > ছাপা সংস্করণ

এক ব্যক্তির যাবজ্জীবন দণ্ড

রংপুর প্রতিনিধি

রংপুরে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। তাঁর নাম মোস্তাফিজার রহমান রতন। পাশাপাশি তাঁকে ১ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। রতন পলাতক রয়েছেন।

রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর বিচারক এম আলী আহমেদ গত বুধবার বিকেলে এ রায় দেন।

মামলা সূত্রে জানা গেছে, মোস্তাফিজার রহমান রতন ২০০৫ সালের ১৩ জুন রংপুরের পীরগঞ্জ উপজেলার ওই কিশোরীকে ধর্ষণ করেন। এ ঘটনায় ১৬ জুন পীরগঞ্জ থানায় মামলা করা হয়। তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

দীর্ঘ শুনানির পর সাক্ষ্য-প্রমাণ শেষে বুধবার বিকেলে রায় ঘোষণা করেন বিচারক। এতে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাঁকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে।

রাষ্ট্রপক্ষে সরকারি কৌঁসুলি (পিপি) তাজেবুর রহমান লাইজু ও আসামিপক্ষে আইনজীবী আবদুল হক প্রামাণিক মামলাটি পরিচালনা করেন।

পিপি তাজেবুর রহমান লাইজু বলেন, সাক্ষ্য-প্রমাণ শেষে বিচারক রায় ঘোষণা করেছেন। আসামি মোস্তাফিজার রহমান রতন জামিনে থাকা অবস্থায় পলাতক হয়েছেন। তাঁকে গ্রেপ্তারের জন্য পুলিশকে নির্দেশ দিয়েছেন আদালত।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ