ভোলার চরফ্যাশনে এইচএসসি পরীক্ষার্থীদের ফাইজারের টিকাদান উদ্বোধনী কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে টিকা কার্যক্রম সভা হয়।
জানা গেছে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ভোলা-৪ আসনের সাংসদ আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির একান্ত প্রচেষ্টায় চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা কেন্দ্র স্থাপন কর হয়। চরফ্যাশন ও মনপুরার তিন হাজার এইচএসসি পরীক্ষার্থী ফাইজার টিকা পাবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন। বিশেষ অতিথি ছিলেন চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌরসভা মেয়র মো. মোরশেদ প্রমুখ।