হোম > ছাপা সংস্করণ

‘নির্বাচনী পদক’ পেলেন ধুনটের ফরিদুল ইসলাম

ধুনট (বগুড়া) প্রতিনিধি

জাতীয় নির্বাচনী পদক পেয়েছেন বগুড়ার ধুনট উপজেলার ফরিদুল ইসলাম। বর্তমানে তিনি রাজশাহী আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার দায়িত্বে আছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে পদক পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোকাদ্দেছ আলী।

ফরিদুল ইসলাম উপজেলার মথুরাপুর ইউনিয়নের উজাল শিং গ্রামের বাসিন্দা।

মোকাদ্দেছ আলী জানান, বুধবার বিকেলে নির্বাচন কমিশনের অডিটোরিয়ামে জাতীয় ভোটার দিবসের অনুষ্ঠানে ফরিদুল ইসলামের হাতে নির্বাচনী পদক ও সম্মাননা চেক তুলে দেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

করোনাকালে প্রতিকূলতার মাঝেও সৃজনশীল ও উদ্ভাবনী কাজের মাধ্যমে নাগরিকদের সেবা দেওয়ার পাশাপাশি নতুন নতুন ধারণার উদ্ভাবন করে নির্বাচনী ব্যবস্থাপনায় ও জাতীয় পরিচয়পত্র সেবার ক্ষেত্রে বিশেষ কৃতিত্ব রেখেছেন তিনি।

এ ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে সততা, দক্ষতা ও নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালন করেছেন। একই সঙ্গে ভোটার তালিকা প্রণয়নে, গণটিকা কার্যক্রম সফল করার জন্য এনআইডি-সংক্রান্ত সমস্যা সমাধান, কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক এবং সরকার ঘোষিত বিভিন্ন জাতীয় দিবস সফলভাবে আয়োজন করে নির্বাচন কমিশনের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য নির্বাচন কমিশন ফরিদুল ইসলামকে নির্বাচনী পদকের জন্য নির্বাচিত করেন।

ফরিদুল ইসলাম জানান, ‘নিজের অবস্থান থেকে দেশের জন্য, সাধারণ মানুষের জন্য চেষ্টা করে গেছি। সত্যিই আনন্দিত। নির্বাচন কমিশন এ সম্মান দেওয়ার জন্য আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এ পদক ভবিষ্যতে আরও ভালো কিছু করার অনুপ্রেরণা জোগাবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ