রাজশাহী সিটি করপোরেশনের মেয়র হওয়ার পর এ এইচ এম খায়রুজ্জামান লিটন যেদিন নগর ভবনে এসেছিলেন, সেদিন তাঁকে বরণ করা হয়েছিল উষ্ণ অভ্যর্থনায়। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ায় তাঁকে আবারও নগর ভবনে নতুন করে বরণ করে নেওয়া হয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের সদস্য পদ পাওয়ার পর গতকাল শনিবার প্রথম নগর ভবনে যান খায়রুজ্জামান লিটন। এ সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে বর্ণিল আয়োজনে তাঁকে বরণ করা হয়। জানানো হয় ফুলের শুভেচ্ছা। তাঁকে সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে আলাদা আলাদাভাবে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এরপর গান আর নৃত্যের তালে তালে নগর ভবনের ভেতরে নিয়ে যাওয়া হয় তাঁকে।
এরপর মেয়র দপ্তর কক্ষে সিটি করপোরেশনের সব বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন মেয়র খায়রুজ্জামান লিটন। সচিবালয় বিভাগ, প্রকৌশল বিভাগ, স্বাস্থ্য বিভাগ, রাজস্ব বিভাগ, হিসাব বিভাগ, পরিচ্ছন্ন বিভাগ ও সব শাখার কর্মকর্তা-কর্মচারীরা পৃথক পৃথকভাবে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এরপর সেখানে এক সংক্ষিপ্ত মতবিনিময় সভা হয়।