ফেনীতে ৬ লাখ মানুষকে করোনাভাইরাসের প্রথম ডোজের টীকা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে সিভিল সার্জন ডা. রফিক-উস-ছালেহীন এ তথ্য নিশ্চিত করেন।
ডা.রফিক-উস্-ছালেহীন বলেন, ফেনীতে প্রায় ৭ লাখ করোনার টিকার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। ইতিমধ্যেই সবগুলো উপজেলায় টিকা নেওয়ার জন্য মোবাইল ফোনে মেসেজ পাঠানো হয়েছে। আগামী ২৭ নভেম্বর থেকে ২ ডিসেম্বরের মধ্যে যারা টিকার মেসেজ পেয়েছেন তাঁরাই টিকা গ্রহণ করতে অবশ্যই নিকটস্থ কেন্দ্রে টিকা নিতে যাবেন। সকলের সহযোগিতা পেলে এ বছরের ডিসেম্বরের মধ্যে রেজিস্ট্রেশন করা সবাইকে দ্বিতীয় ডোজ টিকা দেওয়া নিশ্চিত করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।