ঝিকরগাছা প্রতিনিধি
যশোরের ঝিকরগাছা উপজেলায় লাইসেন্স না থাকায় তিন দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত রোববার বিকেলে বাজারের উপজেলা মোড় এলাকায় রাজাপট্টিতে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হেকীম মাহবুবুল হক। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডাক্তার কাজী নাজিব হাসান। অভিযানে রাজাপট্টির রড, সিমেন্ট ব্যবসায়ী ফারহান তানভির আবিককে এক হাজার, ইসমাইলকে তিন হাজার ও স্টিল ব্যবসায়ী শাহ আলমকে এক হাজার টাকা জরিমানা করা হয়।