হোম > ছাপা সংস্করণ

ভোলায় মহিলা দলের সম্মেলনে নতুন কমিটি

ভোলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল ভোলা জেলা শাখার সম্মেলন হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা বিএনপির কার্যালয়ে ভোলা জেলা মহিলা দলের আহ্বায়ক অ্যাডভোকেট সাজেদা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস।

প্রধান বক্তা ছিলেন মহিলা দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুলতানা আহাম্মেদ। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি গোলাম নবী আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা দলের সহসভাপতি জেবা আমিনা আল গাজী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, যুগ্ম সম্পাদক হ‌ুমায়ূন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ভোলা সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নিগারুন নাহার রিংকু ও বোরহান উদ্দিন মহিলা দলের সাধারণ সম্পাদক ইশরাত জাহান বনি।

সম্মেলনের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা এবং পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি। এরপর বক্তৃতায় তিনি বলেন, ‘মহিলা দলের আন্দোলনের মাধ্যমে এই সরকারের পতন ঘটাতে হবে। তাই আজ (শনিবার) ভোলা মহিলা দলের নতুন নেতৃত্বে আন্দোলন শক্তিশালী করতে হবে।’

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। তাঁরা হলেন-সভাপতি অ্যাডভোকেট সাজেদা আক্তার, সিনিয়র সহসভাপতি খালেদা খানম, সাধারণত সম্পাদক সাহাজাদী ইয়াসমিন, সিনিয়র যুগ্ম সম্পাদক ইশরাত জাহান বনি, সাংগঠনিক সম্পাদক নিগারুন নাহার রিংকু ও সহসাংগঠনিক সম্পাদক অরুনা ইসলাম।

আগামী ১০ দিনের মধ্যের পূর্ণাঙ্গ কমিটি করার জন্য জেলা মহিলা দলের নতুন নেতৃত্বকে আহ্বান জানান প্রধান অতিথি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ