হোম > ছাপা সংস্করণ

স্বাস্থ্যবিধি মানতে অনীহা, বাড়ছে উপসর্গের রোগী

শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ওমিক্রনের সংক্রমণ রোধে সরকারের দেওয়া ১১ দফা বিধিনিষেধ কাজে আসছে না। উপজেলার স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, গত এক সপ্তাহে দেশে করোনা শনাক্তের হার ২২২ শতাংশ বাড়লেও এ উপজেলার সাধারণ মানুষদের মাঝে তেমন কোনো সচেতনতা দেখা যাচ্ছে না। এদিকে হঠাৎ করেই বেড়েছে সর্দি-জ্বর, কাশিসহ করোনার নানা উপসর্গের রোগী।

গতকাল উপজেলার বিভিন্ন এলাকা ও হাট-বাজার ঘুরে দেখা গেছে, অধিকাংশ মানুষই ইচ্ছা মতো চলাচল করছেন। মানুষের ভিড় থাকলেও কারও মধ্যেই স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কোনো আগ্রহ নেই। অধিকাংশের মুখে নেই মাস্ক। হোটেল ও দোকানগুলোতে বেচাকেনা হচ্ছে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে। গণপরিবহনেও গাদাগাদি করে যাত্রী বহন করা হচ্ছে। কোনো ক্ষেত্রেই নজরদারির বালাই নেই।

স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বেশ কয়েক মাস পর্যন্ত উপজেলায় কিছুটা স্থিতিশীল ছিল করোনার সংক্রমণ। কিন্তু ২০২১ সালের ডিসেম্বর মাসের তৃতীয় সপ্তাহ থেকে সংক্রমণ ক্রমাগত বাড়তে শুরু করেছে। ওমিক্রনের সংক্রমণ রোধে বিধি-নিষেধ আরোপ করা হলেও অধিকাংশ মানুষই তা মানছেন না। স্বাস্থ্যবিধি মানতে সতর্কতামূলক প্রচার চালানো হলেও কাজ হচ্ছে না। এ অবস্থায় প্রশাসনের পক্ষ থেকে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তারা।

সচেতন কিছু স্থানীয় বাসিন্দারা বলেন, হঠাৎ করেই অধিকাংশ মানুষের মধ্যে করোনার নানা উপসর্গ দেখা দিয়েছে। অনেকে হাসপাতাল গিয়ে পরীক্ষা-নিরীক্ষা না করেই যাচ্ছে ওষুধের দোকানে। তা ছাড়া বিধিনিষেধ মানতে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, পৌরসভা এবং থানা-পুলিশকে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) রাশেদ আল মামুন বলেন, ‘মানুষের মধ্যে টিকা নেওয়ার হার বাড়লেও করোনায় আক্রান্তের সংখ্যা বেড়েছে। তবে আক্রান্তদের করোনার ধরন ডেলটা না ওমিক্রন তা নিশ্চিত করা যায়নি।’ তিনি আরও বলেন, ‘করোনার সংক্রমণ ঠেকাতে আমরা কাজ করে যাচ্ছি। তবে সাধারণ মানুষেরা সচেতন না হলে সংক্রমণ ঠেকানো সম্ভব না। আমি সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকার আহ্বান জানাচ্ছি।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ