মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টিতে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে কুমিল্লা সদর উপজেলার বিবিরবাজারে কুমিল্লা জেলা প্রশাসক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা ক্রীড়া সংস্থা এর আয়োজন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে এ আয়োজন করা হয়েছে বলে জানা গেছে। খেলা শেষে পুরস্কার বিতরণ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার।
খেলায় জেলা ফুটবল অ্যাসোসিয়েশন ২-০ গোলে বিজয়ী হয়। তাদের প্রতিপক্ষ ছিল আদর্শ উপজেলা ফুটবল দল।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. কামরুল হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আরফানুল হক রিফাত, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাজমুল আহসান ফারুক রোমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ।
এ সময় স্বাগত বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক চৌধুরী ইমরুল হাসান। অনুষ্ঠান সঞ্চালনা করেন জগন্নাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুনুর রশিদ মামুন।