সিলেট প্রতিনিধি
সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউপির দুই নম্বর ওয়ার্ডে সদস্য পদে পুনঃভোট হচ্ছে আজ। ১১ নভেম্বরের নির্বাচনে দুই প্রার্থীর ভোট সমান হওয়ায় এখানে আবার ভোটগ্রহণের সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
জানা গেছে, ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের নির্বাচনে সিলেটের অন্য ইউপিগুলোর সঙ্গে জালালাবাদ ইউপির দুই নম্বর ওয়ার্ডের আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সদস্য পদপ্রার্থী গোলাম রব্বানী ও মুজাহিদ আলী সমান ৩৮৫ করে ভোট পাওয়ায় নির্বাচন কমিশন আবার ভোট গ্রহণ করার সিদ্ধান্ত নেয়।