সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে বানভাসিদের পাশে দাঁড়িয়েছেন শিল্পীরা। গতকাল নায়ক রিয়াজ, সাইমন, নায়িকা নিপুণ, জেসমিনসহ অভিনয়শিল্পীদের একটি দল সিলেটে গিয়েছেন। নৌকা-ট্রলারযোগে শুকনো খাবার, সুপেয় পানি আর নগদ টাকা নিয়ে চার তারকা অভিনয়শিল্পী হাজির হয়েছেন দুর্গত মানুষের দোরগোড়ায়।
তাঁরা ত্রাণ দিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ব্যানারে। রিয়াজ জানান, গতকাল বুধবার সকাল থেকে গোয়াইনঘাট, লক্ষ্মীনগর, মেওয়ার কান্দি এলাকায় ২ হাজার ৫০০ পরিবারের হাতে খাবার, পানি ও টাকা তুলে দিয়েছেন তাঁরা।