দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাতি এনে তিতাস উপজেলার হাটবাজারের দোকান এবং সড়কে যানবাহন থামিয়ে টাকা তোলা হচ্ছে। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গৌরীপুর-হোমনা সড়কে সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে টাকা আদায় করতে দেখা গেছে।
এ সময় হাতির মালিকের বাড়ি কোথায় জানতে চাইলে তিনি সিরাজগঞ্জ বলে জানান। নাম জানতে চাইলে আর কথা না বাড়িয়ে সামনের দিকে চলে যান তিনি।
অটোরিকশাচালক লিটন মিয়া বলেন, কয়েক দিন ধরে এই হাতিওয়ালা তিতাসের বিভিন্ন সড়কে গাড়ি থামিয়ে ১০ বা ২০ টাকা করে আদায় করছেন। টাকা না দিলে গাড়ি ছাড়েন না।
অটোরিকশার যাত্রী সিপন মিয়া বলেন, এই সড়কে চলচল করতে গিয়ে হাতির বিড়ম্বনার শিকার হতে হচ্ছে।