ঝালকাঠিতে সর্বোচ্চ রেমিট্যান্স পাঠানোয় ২ জনকে ক্রেস্ট দেওয়া হয়েছে। তাঁরা হলেন- খন্দকার আলী আকবর ও খন্দকার আসমানি দম্পতি।
আন্তর্জাতিক অভিবাসী দিবসের আলোচনা সভায় গত শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তাঁদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন। ঝালকাঠি টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ আবুল বাসার আল মামুনের সভাপতিত্বে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার শঙ্কর কুমার দাশ বিশেষ অতিথি ছিলেন। পরে সর্বোচ্চ রেমিট্যান্স সংগ্রহকারী ইসলামি ব্যাংক ঝালকাঠি শাখাকে ও একই ব্যাংকে বিদেশ থেকে সর্বোচ্চ অর্থ পাঠানোয় খন্দকার আসমানি ও তাঁর স্বামী খন্দকার আলী আকবরকে ক্রেস্ট দেওয়া হয়। ২০২১ সালের নভেম্বর মাস পর্যন্ত ইসলামি ব্যাংক ৬৪ কোটি টাকা রেমিট্যান্স সংগ্রহ করেছে। খন্দকার আসমানি বিদেশ থেকে একই সময় ৬৫ লাখ টাকা এবং তাঁর স্বামী ৮৪ লাখ টাকা পাঠিয়েছেন।