হোম > ছাপা সংস্করণ

দিশেহারা পরিবার পেল চার্জার ভ্যান উপহার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

সংসারের উপার্জনের একমাত্র অবলম্বন ছিল চার্জার ভ্যান। ধরঞ্জী বাজার এলাকায় কয়েক দিন আগে তা হারিয়ে যায়। এতে দিশেহারা হয়ে পড়ে পরিবারটি। বিষয়টি এলাকার কয়েকজন যুবক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আপলোড করেন। মুহূর্তের মধ্যেই খবরটি ছড়িয়ে পড়লে মানবতার হাত বাড়িয়ে দেন পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোসাইদ আল-আমিন সাদ।

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রায়পুর (দত্তপাড়া) গ্রামের আব্দুল মোমিন রাঙ্গা। সাধারণ মানুষের চেয়ে বুদ্ধি কম ও উদাসীনভাবে চলাফেরা করায় এলাকার সবাই তাঁকে রাঙ্গা পাগলা বলে ডাকেন। বাড়ির ভিটামাটি ছাড়া কিছু নেই তাঁদের।

অসুস্থ বাবা সারাক্ষণ বাড়িতে থাকলেও বয়স্ক মা মাঝেমধ্যে অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করে। দুই ভাই ও এক বোনের মধ্যে রাঙ্গা সবার ছোট। বড় বোন ও ভাই বিয়ে করে নিজেদের মতো সংসার চালায় তাঁরা।

মা-বাবা স্ত্রী ও একমাত্র মেয়ে শিশু নিয়ে রাঙ্গা যেন আবারও সংসার চালাতে পারে এ জন্য নিজ অর্থায়নে গতকাল রোববার দুপুরে তাঁর বাড়িতে গিয়ে একটি চার্জার ভ্যান উপহার দেন।

চাচি রেনুকা বেগম বলেন, রাঙ্গার পরিবার এত দিন দুশ্চিন্তায় ছিল কিভাবে তাঁদের সংসার চলবে এ নিয়ে। এখন তাঁদের স্বস্তি ফিরবে।’

এ বিষয়ে সাদ বলেন, ‘ফেসবুকের মাধ্যমে জানতে পারি ঘটনাটি। এরপর রাঙ্গাকে ভ্যান ও চাল দিলাম।’ ভবিষ্যতেও তাঁর পরিবারের পাশে থাকবেন বলেও জানান তিনি। একই সঙ্গে সমাজের বিত্তবানদের অসহায় রাঙ্গার পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে সবার প্রতি অনুরোধও করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ