পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে বাসাইল উপজেলার প্রার্থীদের নাম চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। গত শনিবার রাতে দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এসব ইউপিতে ২০২২ সালের ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।
উপজেলার চার ইউপিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা হলেন কাউলজানী ইউপির ইউনিয়ন আ. লীগের সাধারণ সম্পাদক আতাউল গনি হাবিব, হাবলা ইউপিতে বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম, ফুলকী ইউপিতে উপজেলা আ. লীগের সাংগঠনিক সম্পাদক শাহীন তালুকদার ও কাঞ্চনপুর ইউপিতে উপজেলা আ. লীগের সদস্য রাকিব খান শাহীন।