সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে একটি গাছ মরে শুকিয়ে গেছে। যেকোনো সময় গাছটি ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। গাছ না কাটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় পথচারী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার ফুলতলা মোড়ে আব্দুর রহিমের দোকানের পাশে একটি শিশু গাছ দীর্ঘদিন ধরে মরে পড়ে আছে। এভাবে পেরিয়ে গেছে ২ থেকে ৩ বছর। এ রাস্তা দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। এটি বিপজ্জনক জেনেও যাত্রীবাহী বিভিন্ন পরিবহন, পথচারী, ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয়রা জানান, গাছটি সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত। গাছটি কাটতে হলে কর্তৃপক্ষের আদেশের প্রয়োজন। এর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয় সভায় প্রস্তাব ওঠাতে হয়। এসব কারণে আটকে আছে গাছটির অপসারণের প্রক্রিয়া।
তবে মরা এই গাছটি অপসারণের জন্য স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রবিউল ইসলাম বরাবর আবেদন করেছেন। ঝুঁকিপূর্ণ মরা গাছটি দ্রুত অপসারণের জন্য উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মো. আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’