হোম > ছাপা সংস্করণ

মরা গাছ ভেঙে পড়ার ঝুঁকিতে স্থানীয়রা

কালীগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ফুলতলা মোড়ে একটি গাছ মরে শুকিয়ে গেছে। যেকোনো সময় গাছটি ভেঙে ঘটতে পারে দুর্ঘটনা। গাছ না কাটায় নিরাপত্তাহীনতায় ভুগছেন স্থানীয় পথচারী ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, উপজেলার ফুলতলা মোড়ে আব্দুর রহিমের দোকানের পাশে একটি শিশু গাছ দীর্ঘদিন ধরে মরে পড়ে আছে। এভাবে পেরিয়ে গেছে ২ থেকে ৩ বছর। এ রাস্তা দিয়ে উপজেলা সদরে যাতায়াত করে। এটি বিপজ্জনক জেনেও যাত্রীবাহী বিভিন্ন পরিবহন, পথচারী, ব্যবসায়ীরা জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন।

স্থানীয়রা জানান, গাছটি সড়ক ও জনপথ বিভাগের আওতাভুক্ত। গাছটি কাটতে হলে কর্তৃপক্ষের আদেশের প্রয়োজন। এর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সমন্বয় সভায় প্রস্তাব ওঠাতে হয়। এসব কারণে আটকে আছে গাছটির অপসারণের প্রক্রিয়া।

তবে মরা এই গাছটি অপসারণের জন্য স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার রবিউল ইসলাম বরাবর আবেদন করেছেন। ঝুঁকিপূর্ণ মরা গাছটি দ্রুত অপসারণের জন্য উপজেলা প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে স্থানীয়রা।

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় কুশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মো. আব্দুল্লাহ আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ