হোম > ছাপা সংস্করণ

সোনা রঙের গয়না

অলকানন্দা রায়, ঢাকা

ভোরের শিউলি, শিশির, কাশফুল আর পাড়া বেড়ানি সাদা মেঘের আনাগোনা বলে দিচ্ছে পূজা আসছে। উৎসবপ্রিয় সবার মনের মাঝে তাই বাজতে শুরু করেছে ঢাকের টাক ডুমা ডুম বোল। সেই খুশিতে নেচে উঠছে বাড়ির ছোট-বড় সবার মন। চাই তার নতুন জামা, শাড়ি, চুড়ি, গয়নাসহ আরও কত-কী! হ্যাঁ, পোশাকের পরে গয়না তো চাই-ই চাই। গয়না না হলে যে উৎসবই জমবে না! তো কেমন গয়না চাই? সোনা রুপা হিরে জহরত কুন্দন মণি-মাণিক্য? না, এত দামি গয়না আজকাল পরার সুযোগ কই। মায়ে-ঝিয়ে-বউরা আজকাল আর এই সবের আবদারেও যান না। সোনা নয়, তবে সোনা রঙের গয়না হলেই সই। এবারের পূজার সাজ তাই হতে পারে গোল্ড প্লেটের গয়নায়।

যুগের সঙ্গে তাল মিলিয়ে গয়নায় এসেছে নানা পরিবর্তন। দেশীয় কিংবা পশ্চিমা যেকোনো পোশাকেই অনুষঙ্গ হিসেবে রুপা কিংবা কাঁসা, পিতল বা মেটালের তৈরি বাহারি নকশার গয়নায় গোল্ড প্লেট বা সোনার মতো রং ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। এসব গয়না যেমন দেখতে সুন্দর, তেমনি তার বাহারও নজরকাড়া। তা সে হালকা গয়নাই হোক কিংবা জড়োয়া বা ভারী গয়না।

বিয়ের সাজ থেকে শুরু করে বিভিন্ন উৎসব আয়োজনে এসব গয়না তাই সবার পছন্দের তালিকায় ঠাঁই করে নিয়েছে। এসব গয়না যেমন দামেও সস্তা, তেমনি চাইলেই নিত্যনতুন নকশায় গড়িয়ে নেওয়া যায়—জানালেন ইস্টার্ন মল্লিকার এমআরপি জুয়েলার্সের স্বত্বাধিকারী নূর মোহাম্মদ। এ ছাড়া এসব গয়নায় কখনো মূল রংটাই থাকছে আবার কখনো এতে দেওয়া হচ্ছে গোল্ড, কপার অথবা অ্যান্টিক কালার। নকশায় বৈচিত্র্য আনতে ব্যবহার করা হচ্ছে বিভিন্ন ধরনের পাথর। যেমন আর্টিফিশিয়াল স্টোন, মুক্তা, পুঁতি, টারকোয়িজ, ব্লাডস্টোন, কোরাল, মালাকাইটসহ কাচ ও প্লাস্টিকের তৈরি রংবেরঙের পাথর। এমনকি এসব গয়নার নকশায় মিনা করাও থাকে। দেখতে একদম যেকোনো দামি গয়নার মতো। এসব গয়নার নকশায় যেমন পাওয়া যাবে সাবেকিয়ানা, তেমনি এই সময়ের নান্দনিক নকশাও।

শুধু জলছাপের সোনা রঙের গয়না হলেই হবে? চাই তার যত্নআত্তিও। না হলে যে একবার পরার পরই গয়নাগুলোকে সরিয়ে রাখতে হবে বাতিলের খাতায়। দীর্ঘদিন যেন সাজ-পোশাকের সঙ্গে ব্যবহার করা যায় তার উপায় বাতলে দিলেন টাঙ্গাইলের ঊর্মী অলংকার নিকেতনের স্বত্বাধিকারী উৎপল কর্মকার। 

গয়নার যত্নে

  • এসব গয়নায় সোনার জলছাপ দেওয়া থাকে। ফলে সাজের সময় পানি লাগানো যাবে না।
  • হেয়ার স্প্রে, বডি স্প্রে যেন এতে না লাগে, সেদিকেও খেয়াল 
    রাখতে হবে। 
  • গয়না ব্যবহার শেষে খুলে বাতাসে কিছুক্ষণ রেখে ঘাম বা ভেজা 
    ভাব শুকিয়ে টিস্যু বা তুলোয় মুড়ে আলাদা আলাদা করে রাখতে হবে। না হলে সোনালি রং ফ্যাকাশে হয়ে যেতে পারে।
  • এসব গয়নায় সাধারণত জলছাপের নির্দিষ্ট সময়সীমা দেওয়া থাকে—এক বছর, ছয় মাস কিংবা চার-পাঁচ বছরের। তাই 
    কেনার সময় আপনার কোনটি চাই, সেই ভাবনা বিবেচনায় 
    রেখে কিনতে হবে।
  • এবারের পূজার সাজে গোল্ড প্লেটের সম্ভার থেকে খুঁজে নিতে পারেন চুড়ি, মোটা বালা, চোকার, রতনচূড়, নথ, চুলের কাঁটা, আংটি, বাজু, জড়োয়া নেকলেস—আর যা যা চাই।  

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ