হোম > ছাপা সংস্করণ

টিকা নিতে আসা ছাত্রীদের উত্ত্যক্ত দুই বখাটের জেল

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পরিষদ চত্বরে করোনার প্রতিরোধের টিকা নিতে এসে উত্ত্যক্তের শিকার হয়েছে দুই ছাত্রী। এর প্রতিবাদ করতে গিয়ে মারধরের শিকার হন ওই ছাত্রীদের ভাই। এতে দুই বখাটেকে ধরে পুলিশে দিয়েছে উপস্থিত জনতা। পরে তাঁদের ১৫ দিনের কারাদণ্ড দিয়ে জেলে পাঠিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

ইভ টিজিংয়ের ঘটনায় বখাটে যুবক মো. শামিল (১৯), বাদশা আলোকে (২০) ১৫ দিনের দণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া মো. সাইফুল ইসলাম (১৭) ও মো. মাসুমকে (১৭) মুচলেকা দিয়ে ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুকের জিম্মায় দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রুম্পা ঘোষ।

ইভ টিজিংয়ের শিক্ষার দুই ছাত্রী জানায়, উপজেলার তিনটহরী উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ে তারা দুই বোন। শনিবার সকালে উপজেলা পরিষদ আইটি সেন্টারে করোনার প্রতিরোধ টিকার দ্বিতীয় ডোজ নেন। পরে সংঘবদ্ধ বখাটেদের ইভ টিজিংয়ের শিক্ষার হন তাঁরা। এ ঘটনায় তাঁদের ছাত্রীর ভাই মো. ইমাম হোসেন (১৭) প্রতিবাদ করলে বখাটেদের হাতে নাজেহাল হন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহনূর আলম জানান, উপজেলা পরিষদের ঘটনার পর ভাইয়ের সঙ্গে দুই ছাত্রী বাড়ি ফেরার পথে মহামুনি বাসস্টেশনের অদূরে সঙ্গীদের নিয়ে তাদের গতিরোধ করেন বখাটেরা। এ সময় ছাত্রীদের উত্ত্যক্ত করতে গেলে তাঁদের চিৎকারে স্থানীয়রা জড়ো হন। পরে পুলিশের সহযোগিতায় ছাত্রীদের উদ্ধার করা হয়।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ