অবশেষে শেরপুর থেকে বগুড়া শহরগামী করতোয়া গেটলকের বাড়তি ভাড়া কমানোর বিষয়ে একমত হয়েছেন বাসমালিকপক্ষ ও প্রশাসন। সম্প্রতি শেরপুরে বাস ভাড়া বৃদ্ধি সম্পর্কিত বগুড়া জেলা মোটর মালিক গ্রুপের শেরপুর উপজেলার নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়।
গত মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসকক্ষে করতোয়া গেটলকের বর্ধিত ভাড়া ৩৫ টাকা থেকে কমিয়ে ৩০ টাকা করা হবে বলে জানানো হয়েছে। ২১ নভেম্বর থেকে এই ভাড়া কার্যকর করা হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভা হয়।
ভাড়া বাড়ার কারণে ৮ নভেম্বর সরকার ডিজেলচালিত গাড়ির ভাড়া বৃদ্ধি করেছে। করতোয়া গেটলকের অধিকাংশ গাড়ি গ্যাসে চললেও সেই অজুহাতে ২০ কিলোমিটারের ভাড়া ২৫ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা করা হয়। এর ফলে যাত্রীদের মধ্যে ক্ষোভের জন্ম নেয়। পরিবহন শ্রমিকদের সঙ্গে যাত্রীদের বাগ্বিতণ্ডা নিত্যদিনের ঘটনায় পরিণত হয়। আজকের পত্রিকাসহ বিভিন্ন সংবাদমাধ্যমে এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হতে থাকলে আলোচনার মাধ্যমে বিষয়টি সুরাহা করার জন্য এই মতবিনিময় সভার আয়োজন করে প্রশাসন।