হোম > ছাপা সংস্করণ

কৃতকার্য হয়েও ভর্তি হতে না পারায় ক্ষোভ

ভৈরব প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরবে সরকারি কেবি পাইলট মডেল হাই স্কুলের অষ্টম থেকে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়ে ভর্তি হতে না পেরে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি পালন করে তারা।

শিক্ষার্থীদের বলেন, তারা প্রথম শ্রেণি থেকেই এই স্কুলে লেখাপড়া করছে। কিন্তু অষ্টম শ্রেণিতে পাশ করার পর যখন নবম শ্রেণিতে ভর্তি হবে, তখন স্কুল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে মাত্র ১৮০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবে। অথচ, ৪৫৫ জন শিক্ষার্থীর মধ্যে মাত্র ২ জন অকৃতকার্য হয়েছে। এখন বাকি শিক্ষার্থীরা কোথায় যাবে। তাদের দাবি ১৮০ জন নয়, সবাইকে বিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ দিতে হবে।

পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে গিয়ে বিক্ষোভ করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান সবুজ শিক্ষার্থীদের শান্ত থাকার নির্দেশ দেন এবং বলেন, ‘যেহেতু শিক্ষাপ্রতিষ্ঠানটি সরকারি, সেহেতু সরকারি নিয়ম মানতে হবে।’

এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল হাই বলেন, ‘সরকারি নির্দেশনা অনুযায়ী আমরা ১৮০ জন শিক্ষার্থীদের ৬০ জন করে ৩ বিভাগে ভর্তি করতে পারব। এর বাইরে কাউকে নেওয়ার সুযোগ নেই। কারণ আমরা সরকারি নির্দেশনার বাইরে কিছু করতে পারব না।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ