গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হেরে সুপার টুয়েলভের স্বপ্ন ভাঙল ওমানের। মাসকাটে গত রাতে গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে ৮ উইকেটের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে উঠল স্কটল্যান্ড। আর ওমানের হারে সুপার টুয়েলভ আগেই নিশ্চিত করা বাংলাদেশ হলো এই গ্রুপের রানার্সআপ।
কাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ওমান। জশ ডেভি ও সাফিয়ান শরীফদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই চাপে ছিল স্বাগতিকেরা। পরে নিয়মিত বিরতিতে উইকেট হারালে ১২২ রানে অলআউট হয়ে যায় তারা।
লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনারের ব্যাটে ভালো শুরু পায় স্কটল্যান্ড। শেষ পর্যন্ত ১৮ বল বাকি থাকতে ৮ উইকেটের জয় নিশ্চিত করে স্কটিশরা।