হোম > ছাপা সংস্করণ

সদরে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

যশোর প্রতিনিধি

যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এসব ঘটনায় দুজন আহত হয়েছেন। মারা গেছে একটি গরু। গতকাল বুধবার যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল ও চুড়ামনকাটি এলাকায় পৃথক ঘটনা দুটি ঘটে। আহতদের যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন মেহেরপুরের শালিকা গ্রামের জব্বার হোসেন ও শহিদুল ইসলাম।

এ ছাড়া আহত হয়েছেন আনোয়ার হোসেন ও আফসার আলী এবং যশোর সদর উপজেলার বিজয়নগর গ্রামের আফজাল শেখের ছেলে শহিদুল ইসলাম।

তাঁদের মধ্যে নিহত জব্বার হোসেন আলমসাধু চালক এবং শহিদুল ইসলাম সাইকেল আরোহী ছিলেন। আহতরা গরুর ব্যাপারী।

আহত আনোয়ার হোসেন বলেন, ‘আমরা নিউমার্কেট এলাকা থেকে গরু কিনে আলমসাধুতে তুলি। পরে ওই আলমসাধু নিয়ে মেহেরপুরের উদ্দেশ্যে সকাল ১০টার দিকে রওনা দিয়েছিলাম। পথিমধ্যে সাড়ে ১০টার দিকে যশোর-ঝিনাইদহ মহাসড়কের সাতমাইল এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস ধাক্কা দেয় আলমসাধুটি। এতে ঘটনাস্থলেই জব্বার হোসেন মারা যান। এ সময় একটি গরুরও মৃত্যু হয়।’

যশোর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আরিফ আহমেদ বলেন, ‘আহত দুজনকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তাঁদের মধ্যে আফসার আলীর অবস্থা আশঙ্কাজনক।’

এ দিকে বুধবার বেলা ১১টার দিকে চুড়ামনকাটিতে ট্রাকের ধাক্কায় নিহত হন বাইসাইকেল আরোহী শহিদুল ইসলাম। তাঁর ছেলে সালাহউদ্দিন বলেন, ‘আমার বাবা বাজার থেকে ডিজেল কিনে বাড়ি ফিরছিলেন।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, ‘ঘটনার পরপরই বাসের চালক পালিয়ে গেছে। তবে হাইওয়ে পুলিশ বাসটিকে জব্দ করেছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ