চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) স্থগিত দুই ওয়ার্ডের নির্বাচন আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠিত হবে। গত সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান।
গত ১১ নভেম্বর দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাঁশবাড়িয়া ইউপির ৩ নম্বর ওয়ার্ডের বাঁশবাড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রটির ভোটগ্রহণ স্থগিত করা হয়।
একই ভাবে ওই ইউপির ৫ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়াকুল এতিমখানা কেন্দ্র দখল করে জোরপূর্বক ব্যালটে সিল মারেন এক ইউপি সদস্য প্রার্থীর সমর্থকেরা। ওই কেন্দ্রটির ভোটগ্রহণও স্থগিত করে নির্বাচন কমিশন।
এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ৩০ নভেম্বর ভোটগ্রহণের পর চেয়ারম্যান ও দুটি ওয়ার্ডের নারী ও সাধারণ সদস্যদের ফলাফল ঘোষণা হবে। তিনি আরও বলেন, দুই ওয়ার্ডের ভোটের জন্য বুথ ও কর্মকর্তার সংখ্যা আগের মতোই হবে। তবে কর্মকর্তা পরিবর্তিত হবে। এ নিয়ে কাজ করছেন তাঁরা।