হোম > ছাপা সংস্করণ

দুই যুগেও মেরামত হয়নি সেতু, ভোগান্তি

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর খালের লোহার সেতুটি নির্মাণের দুই যুগেও মেরামত না করায় তা পারাপারের অযোগ্য হয়ে পড়েছে। এই সেতু দিয়ে প্রতিদিন স্কুল-কলেজ ও মাদ্রাসার অসংখ্য ছাত্র-ছাত্রী ও শত শত সাধারণ মানুষ যাতায়াত ও মালামাল পরিবহন করে আসছিল।

গত তিন বছর ধরে সেতুটি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে। বিকল্প পথ না থাকায় অনেকে বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে ভাঙা সেতু দিয়েই পারাপার হচ্ছে। বেশি সমস্যায় পড়েছেন শিক্ষার্থী এবং নারী-শিশুরা।

উপজেলার ধানসাগর গ্রামের বাসিন্দা শরণখোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক মনোজ কুমার জানান, ১৯৯৮ সালে একটি সেতুটি নির্মাণ করা হয়। কিন্তু নির্মাণের পরে দুই যুগ পার হলেও সেতুটি কোনো ধরনের মেরামত করা হয়নি। সেতুটি পার হতে গিয়ে অনেক পথচারী পড়ে আহত হয়েছেন।

ধানসাগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু বলেন, ধানসাগর খালের সেতুটি মেরামতের অযোগ্য। এটি পুনর্নির্মাণ করতে হবে। যার টাকা ইউনিয়ন পরিষদের নেই। সে জন্য এক বছর আগে জেলা উন্নয়ন কমিটিতে সেতুটি পুনর্নির্মাণের জন্য রেজুলেশন পাঠানো হয়েছে। কিন্তু এখনো কোনো বরাদ্দ হয়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ