গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ছয়টার দিকে টঙ্গী নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবকের নাম আতিয়ার রহমান (২৫)। তিনি টঙ্গীর মধ্য আরিচপুর এলাকার কছির উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সোমবার সন্ধ্যায় টঙ্গী নতুন বাজার এলাকার রেল লাইনে হাঁটছিলেন আতিয়ার। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ, উপপরিদর্শক (এসআই) নূর মোহাম্মদ বলেন, ‘খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছি। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’