বাংলাদেশে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামুদি কক্সবাজারের উখিয়া সফর করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি উখিয়ায় পৌঁছে কুতুপালং উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রাজাপালংয়ের বাসিন্দাদের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ কাজে অংশ নেন।
আমিরাত রেড ক্রিসেন্ট ও ইউএইএইডের অর্থায়নে ২ হাজার ৪৪০টি পরিবারকে মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।
রাষ্ট্রদূত বলেন, রোহিঙ্গা সংকটের শুরু থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের জন্য সংযুক্ত আরব আমিরাত খাবার, আশ্রয় ও জরুরি ত্রাণ সহায়তা দিয়ে আসছে। পাশাপাশি আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর সুবিধাবঞ্চিতদের পাশে থাকারও উদ্যোগ নিয়েছে আরব আমিরাত।
এ সময় উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান হোসাইন সজীব, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী, ইউপি সদস্য হেলাল উদ্দিন, আরব আমিরাত দূতাবাসের কর্মকর্তাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
বিকেলে রাষ্ট্রদূত বিমানযোগে ঢাকার উদ্দেশে কক্সবাজার ছেড়ে যান।