নারায়ণগঞ্জে করোনার টিকা নিতে এসে ক্ষুব্ধ জনতার হামলার পর পুলিশি প্রহরায় টিকা কার্যক্রম পরিচালিত হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে নারায়ণগঞ্জ সদর উপজেলায় টিকা কার্যক্রম পরিচালনায় দায়িত্ব পালন করে র্যাব ও পুলিশ।
এর আগে, গত মঙ্গলবার দীর্ঘ সময় ধরে টিকার লাইনে দাঁড়িয়ে টিকা না পাওয়ায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে হামলা-ভাঙচুর চালিয়েছিলেন গ্রাহকেরা। এই ঘটনার পর গতকাল থেকে ২০টি পৃথক বুথে নারী-পুরুষের টিকা দেওয়া শুরু হয়। গ্রাহকদের অধিকাংশই পোশাকশ্রমিক। বাড়তি ভিড়ের কারণে দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হয় র্যাব ও পুলিশ সদস্যদের।
নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অনীক বিশ্বাস বলেন, ‘আজ (বুধবার) ২০টি বুথে টিকা দেওয়া হচ্ছে। ’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস বলেন, ‘টিকা নিতে আসা গ্রাহকদের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখার জন্য র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।’