বিশ্বনাথে পুকুরের পানিতে ডুবে শারীরিক প্রতিবন্ধী এক তরুণীর মৃত্যু হয়েছে। তাঁর নাম আমেনা বেগম (২৪)। তিনি উপজেলার পুরাতন হাবড়া গ্রামের জহির আলীর মেয়ে। গতকাল বুধবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, শারীরিক প্রতিবন্ধী আমেনা বেগম মঙ্গলবার রাতে মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। তাঁর বাবা গতকাল ভোরে বারান্দার গেট খুলে ফজরের নামাজ পড়তে মসজিদে যান। এ সময় তিনি আমেনাকে তাঁর মায়ের পাশে শুয়ে থাকতে দেখেন। নামাজ শেষে বাড়ি ফিরে তিনি ফের ঘুমাতে যান।
সকাল ৭টার দিকে ঘুম থেকে উঠে বিছানায় মেয়েকে না পেয়ে খুঁজতে শুরু করেন আমেনার মা। একপর্যায়ে তাঁকে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখা যায়।