সিঙ্গাপুর বিশ্বের অন্যতম উন্নত একটি দেশ। দেশটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রয়েছে পড়াশোনার অনেক সুযোগ। এখানে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি ছাড়াও বিভিন্ন ডিপ্লোমা কোর্সের জন্য আপনি আবেদন করতে পারেন। দেশটির বেশির ভাগ বিশ্ববিদ্যালয় বছরে সাধারণত দুটি সেমিস্টার অফার করে থাকে। প্রথম সেমিস্টার হলো আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় সেমিস্টার হলো জানুয়ারি থেকে মে পর্যন্ত।
পিএইচডি ডিগ্রির জন্য সাধারণত ২ থেকে ৫ বছরের ফুল টাইম স্টাডির প্রয়োজন হয়। এখানে পড়াশোনার খরচ কিছুটা ব্যয়বহুল হলেও, সিঙ্গাপুর সরকার থেকে প্রায়ই নানান স্কলারশিপ দেওয়া হয়। এবার পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুর সরকার। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
সিঙ্গাপুর সরকারি স্কলারশিপের (সিঙ্গা অ্যাওয়ার্ড) আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ স্কলারশিপ এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এ* স্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের মাধ্যমে দেওয়া হবে। এর মাধ্যমে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়গুলো নিয়ে সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা।
সুযোগ-সুবিধা
আবেদনের যোগ্যতা
প্রয়োজনীয় কাগজপত্র
ওয়েবসাইট দেখুন এখানে। আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর, ২০২২।