হোম > ছাপা সংস্করণ

সিঙ্গাপুরে উচ্চশিক্ষা: ফুল-ফ্রি পিএইচডির সুযোগ

সহায়িকা ডেস্ক

সিঙ্গাপুর বিশ্বের অন্যতম উন্নত একটি দেশ। দেশটিতে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য রয়েছে পড়াশোনার অনেক সুযোগ। এখানে ব্যাচেলর ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ডক্টরেট ডিগ্রি ছাড়াও বিভিন্ন ডিপ্লোমা কোর্সের জন্য আপনি আবেদন করতে পারেন। দেশটির বেশির ভাগ বিশ্ববিদ্যালয় বছরে সাধারণত দুটি সেমিস্টার অফার করে থাকে। প্রথম সেমিস্টার হলো আগস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় সেমিস্টার হলো জানুয়ারি থেকে মে পর্যন্ত।

পিএইচডি ডিগ্রির জন্য সাধারণত ২ থেকে ৫ বছরের ফুল টাইম স্টাডির প্রয়োজন হয়। এখানে পড়াশোনার খরচ কিছুটা ব্যয়বহুল হলেও, সিঙ্গাপুর সরকার থেকে প্রায়ই নানান স্কলারশিপ দেওয়া হয়। এবার পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে সিঙ্গাপুর সরকার। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

সিঙ্গাপুর সরকারি স্কলারশিপের (সিঙ্গা অ্যাওয়ার্ড) আওতায় শিক্ষার্থীদের সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। এ স্কলারশিপ এজেন্সি ফর সায়েন্স, টেকনোলজি অ্যান্ড রিসার্চ (এ* স্টার), নানয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটি (এনটিইউ), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর (এনএসইউ) এবং সিঙ্গাপুর ইউনিভার্সিটি অব টেকনোলজি অ্যান্ড ডিজাইনের মাধ্যমে দেওয়া হবে। এর মাধ্যমে বিজ্ঞান ও প্রকৌশল বিষয়গুলো নিয়ে সিঙ্গাপুরের বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি করতে পারবেন শিক্ষার্থীরা।

সুযোগ-সুবিধা

  • শিক্ষার্থীদের টিউশন ফি সম্পূর্ণ মওকুফ করা হবে।
  • প্রতি মাসে শিক্ষার্থীদের প্রায় ২ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার উপবৃত্তি প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ২ লাখ ৩০ হাজার টাকা।
  • এককালীন আবাসন ভাতা হিসেবে ১ হাজার সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে, যা বাংলাদেশি টাকায় প্রায় ৯২ হাজার টাকা।
  • মেডিকেল ইনস্যুরেন্সের সুবিধাসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।
  • বিমানে আসা-যাওয়ার খরচ বাবদ ১ হাজার ৫০০ সিঙ্গাপুর ডলার প্রদান করা হবে, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।

আবেদনের যোগ্যতা

  • সিঙ্গাপুরে প্রথমবারের মতো ভর্তি হতে হবে।
  • সিঙ্গাপুরের নাগরিক আবেদন করতে পারবেন না।
  • ইংরেজিতে ভালো দক্ষতা থাকতে হবে।
  • স্নাতক ও স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।
  • একাডেমিক রেফারি থেকে ভালো রিপোর্ট।

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর পাসপোর্ট।
  • আবেদনকারীর ছবি।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • সিভি।
  • স্টেটমেন্ট অব পারপাস।
  • রেফারেন্স লেটার দুটি।
  • আইইএলটিএস/মিডিয়াম অব ইনস্ট্রাকশন সনদ (যদি থাকে)।

ওয়েবসাইট দেখুন এখানে। আবেদনের শেষ সময়: ১ ডিসেম্বর, ২০২২।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ