চতুর্থ ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউপিতে দুই প্রার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে নোটিশের বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান সোহাগ হাওলাদার।
নোটিশ পাওয়া প্রার্থীরা হলেন, ছোটবাইশদিয়া ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য পদপ্রার্থী কামাল পাশা (ফুটবল) ও শুকুর খলিফা (মোরগ)।
নোটিশ থেকে জানা যায়, কামাল পাশা গভীর রাতে টাকা নিয়ে বিভিন্ন বাড়িতে গিয়েছেন এবং রাতের আঁধারে ভোট কেনার চেষ্টা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অপর প্রার্থী শুকুর খলিফার সমর্থক সোহাগ খান সোমবার রাত সাড়ে ১২টায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী কামাল পাশাকে লাঞ্ছিত করেন।