মাদকবিরোধী অভিযান চালিয়ে আড়াই কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার দুপুরে ডিবির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাজ্জাদ হোসেন এ তথ্য জানান।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাজ্জাদ জানান, গত রোববার রাতে রংপুর মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় তিনটি পৃথক অভিযান পরিচালনা করে মোট আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তিনজনকে। রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কোতোয়ালি থানার ইন্দিরা মোড় এলাকা থেকে দুই কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয় মানিক সরকার (৩০) নামে একজনকে। তিনি পাবনা সদরের নিতাই সরকারের ছেলে। রাত ১১টার দিকে মুলাটোল বালিকা উচ্চবিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে ৩০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয় সজীব মিয়াকে (২৬)। সজীব নগরীর পশ্চিম মুলাটোল এলাকার বেলাল হোসেনের ছেলে।
তৃতীয় অভিযান চালানো হয় তাজহাট থানার লালবাগ কেডিসি রোড এলাকায়। এ সময় ২০০ গ্রাম গাঁজাসহ সুমাইয়া আক্তার সুমিকে (২৮) গ্রেপ্তার করা হয়। সুমি নগরীর আলমনগর খামার মোড় এলাকার সোহেল রানার স্ত্রী।
অতিরিক্ত উপপুলিশ কমিশনার আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা হয়েছে।