ঢামেক প্রতিনিধি
রাজধানীর শেওড়া রেলগেট এলাকায় বাক্প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত শনিবার দিবাগত রাত ১২টার দিকে শেওড়া রেলগেট এলাকায় একটি মুদি দোকানের পাশ থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। একইসময়ে আটক করা হয় ওই যুবককেও। ভুক্তভোগী কিশোরী বাক্প্রতিবন্ধী ও ভবঘুরে ছিলেন বলে জানা গেছে।
স্থানীয় এক মুদি দোকানদার বাদী হয়ে ওই যুবকের নামে মামলা করেছেন। সেই মামলায় ওই যুবককে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই কিশোরীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।