হোম > ছাপা সংস্করণ

উখিয়া সীমান্তে সোয়া ৩ লাখ ইয়াবা জব্দ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ার সীমান্তবর্তী এলাকা থেকে ৩ লাখ ২০ হাজার ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার ভোরে উপজেলার রাজা পালং ইউনিয়নের গোলডেবার পাহাড় এলাকা থেকে এসব ইয়াবা জব্দ করা হয়। বিজিবি সূত্রের দাবি, এসব ইয়াবা মিয়ানমার থেকে এসেছে।

অভিযানে মাদক পাচারকারীদের সঙ্গে সঙ্গে বিজিবি টহল দলের গোলাগুলির তথ্য পাওয়া গেছে। তবে এতে কেউ হতাহত হননি। এ ছাড়া কাউকে আটকও করা যায়নি।

গতকাল দুপুরে কক্সবাজারের ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ অভিযানের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সূত্রে তাঁরা মিয়ানমার থেকে বড় মাদকের চালান আসার তথ্য পান। এর ভিত্তিতে রেজুআমতলী বিওপির একটি দল গত সোমবার মধ্য রাত থেকে সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

বিজিবির অধিনায়ক আরও বলেন, ভোররাতে ইয়াবা পাচারকারীরা বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে অতর্কিতভাবে গুলি ছোড়ে। জবাবে বিজিবি সদস্যরাও আত্মরক্ষার্থে গুলি চালায়। এর একপর্যায়ে পাচারকারীরা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে তিন লাখ ২০ হাজার ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ