নেত্রকোনার মদনে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সাঈম মিয়া (১৮) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার বিকেলে তাঁকে গ্রেপ্তার করে মদন থানা-পুলিশ।
ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে সূত্রে জানা যায়, ওই ছাত্রী স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গত রোববার অন্য শিশুদের সঙ্গে বাড়ির সামনে খেলা করছিল সে। এ সময় সাঈম মিয়া তাকে পাশের একটি দোকানের পেছনে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে সে বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে ঘটনা খুলে বলে। এই অভিযোগে সাঈমকে গ্রেপ্তার করে পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম বলেন, ছাত্রীর পরিবারের অভিযোগের পরিপ্রেক্ষিতে সাঈম মিয়াকে আটক করা হয়েছে। ওই ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর কথাও জানান তিনি।