গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্য স্কুলশিক্ষক আব্দুর রউফকে হত্যার ঘটনায় গতকাল বুধবারও বিক্ষোভ করেছেন ওই এলাকার মানুষ। তাঁদের দাবি হত্যাকাণ্ডের পেছনে মাস্টারমাইন্ড কেউ রয়েছে। যাঁরা আরিফকে ব্যবহার করে একজন সদ্য নির্বাচিত জনপ্রতিনিধিকে হত্যা করেছে। এ সময় তাঁরা নেপথ্যে থাকা ঘাতকদের বের করে শাস্তির আওতায় আনার দাবি জানান। এর আগে গত শুক্রবার রাতে রউফ নিহত হওয়ার পর থেকেই হত্যাকারীদের বিচারের দাবিতে বিক্ষোভ করছেন এলাকাবাসী।