জৈন্তাপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পাথর জব্দ করেছে প্রশাসন। গতকাল রোববার এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ। এ সময় গেয়েন্দা সংস্থা এবং থানা–পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, উচ্চ আদালতে মামলা থাকায় জেলা প্রশাসন সারী বালু মহালকে (সারী-১, সারী-২ এবং সারী-৩) তিনটি ভাগে ভাগ করে। পরবর্তীতে সারী-১ ও সারী-২ ইজারা প্রদান করা হলেও মামলাভুক্ত সারী-৩ ইজারা দেওয়া হয়নি। সম্প্রতি কতিপয় ব্যক্তি এখান থেকে পাথর উত্তোলন ও বিক্রি করে আসছিল। গতকাল প্রশাসন অভিযান চালিয়ে উত্তোলন করা পাথর জব্দ করে।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ফারুক আহমদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উত্তোলিত পাথর জব্দ করা হয়েছে। পরবর্তীতে পাথরগুলো প্রকাশ্য নিলামের বিক্রি করা হবে।