ভালুকায় গরিব, দুস্থ ও অসহায় মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে। গতকাল শনিবার হবিরবাড়ি ইউনিয়নের ঝালপাজা ডেওয়াতলী গ্রামে দিনব্যাপী বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়।
গ্রামের আব্দুল হেলিম মণ্ডল হলুর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। সার্বিক সহযোগিতা করে হবিরবাড়ী জেনারেল হাসপাতাল।
পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ও পাঁচজন স্বাস্থ্য সহকারীর সমন্বয়ে একটি টিম প্রায় পাঁচ শ মানুষকে চিকিৎসাসেবা দেয়। চিকিৎসকেরা হলেন নিউরো মেডিসিন বিশেষজ্ঞ ডা. এম এ সালাম আকন্দ, মেডিসিন বিশেষজ্ঞ ডা. সৌমেন পাল, শিশু রোগ বিশেষজ্ঞ ডা. এম এ বারী, গাইনি ডা. পুম্পা বৈরাগী, ও ডা. শুভঙ্কর।
এ সময় উপস্থিত ছিলেন সুফিয়া-হেলিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আবু সাঈদ জুয়েল, ব্যবস্থাপনা পরিচালক এ বি সিদ্দিক সোহেল, পরিচালক আবু সুফিয়ান সোহাগ, শহিদুল ইসলাম, ইউপি সদস্য দেলুয়ার হোসেন প্রমুখ।