হোম > ছাপা সংস্করণ

মহাসড়কে ট্রাক থামিয়ে ছিনতাই আটক ৩

বেনাপোল প্রতিনিধি

যশোর-বেনাপোল মহাসড়কে আমদানি পণ্যবাহী ট্রাক থামিয়ে ছিনতাইয়ের অভিযোগে তিন তরুণকে আটক করেছে পুলিশ।

গত মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে মহাসড়কের নাভারণ পুরাতন বাজার এলাকা থেকে হাইওয়ে পুলিশ তাঁদের আটক করে। পরে তাঁদের ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়।

আটক ব্যক্তিরা হলেন শার্শার যাদবপুর গ্রামের মাসুদ রানা (২০), একই গ্রামের জনি রহমান (২১) ও দক্ষিণ বুরুজ বাগান গ্রামের মেহেদী হাসান রাব্বি (২২)।

নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আসাদুজ্জামান জানান, বাণিজ্যিক কারণে ব্যস্ততম সড়ক যশোর-বেনাপোল মহাসড়ক। দিন–রাত এ সড়কে প্রচুর যানবাহন চলাচল করে। মঙ্গলবার রাতে টহলরত অবস্থায় তাঁদের কাছে খবর আসে পুরাতন বাজারের কাছে ছিনতাইকারীরা একটি পণ্যবাহী ট্রাক থামিয়ে ছিনতাই করছে। তাৎক্ষণিক সেখানে অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ৩ সদস‍্যকে আটক করা হয়।

ওসি এস এম আসাদুজ্জামান আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ছিনতাই চক্রের আরও ৪ সহযোগী পালিয়ে যায়।

তিনি জানান, এ সময় ট্রাক চালকের কাছ থেকে ছিনতাই হওয়া ৬ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। এ ছাড়া ছিনতাইকারীদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দিয়ে ঝিকরগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

ঝিকরগাছা থানার পুলিশ জানিয়েছে, আসামিদের জিজ্ঞাসাবাদ করলে এই ছিনতাই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি–না তা বেরিয়ে আসবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ