গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম সুলতান মাহমুদ গত বৃহস্পতিবার বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
টুঙ্গিপাড়া থানার নবনিযুক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা জাতির পিতার সমাধির সৌধ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে সুরা ফাতেহা পাঠ করে বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সব শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন। এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তন্ময় মন্ডল ও থানার উপপরিদর্শক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ওসি একেএম সুলতান মাহমুদ কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর থানা থেকে টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে গত বৃহস্পতিবার বিকেলে যোগদান করেন।