হোম > ছাপা সংস্করণ

আখেরি মোনাজাতে লাখো মুসল্লির ঢল

রংপুর প্রতিনিধি

মোনাজাতের মধ্য দিয়ে গতকাল শনিবার রংপুরে তাবলিগ জামায়াতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমার সমাপ্তি হয়েছে। রংপুর অঞ্চলের প্রায় সোয়া লাখ ধর্মপ্রাণ মুসল্লি মোনাজাতে অংশ নেন।

দুপুর ১২টা ৫ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। ১২ মিনিট স্থায়ী মোনাজাতে মুসলিম জাতির শান্তি ও নিরাপত্তা কামনা করা হয়। একই সঙ্গে পাপ মোচনসহ বিশ্বজুড়ে নির্যাতিত মুসলমানদের মুক্তির জন্য প্রার্থনা করা হয়। এ ছাড়া করোনা মহামারিসহ যাবতীয় রোগব্যাধি থেকে মহান আল্লাহর কাছে মুক্তি চাওয়া হয়। কাকরাইল আহলে শুরার সদস্য মাওলানা মুহাম্মদ মোশারফ হোসেন মোনাজাত পরিচালনা করেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে সকাল থেকেই বিভিন্ন এলাকার লোকজন কুয়াশা ও শীত উপেক্ষা করে ইজতেমা ময়দানে আসতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ইজতেমা ময়দান মুসল্লিদের আগমনে ভরাট হয়ে যায়। পরে তাঁরা আশপাশের রাস্তায় অবস্থান নেন।

টঙ্গীতে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমার ওপর চাপ কমাতে গত ছয় বছর ধরে জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার আয়োজন করছে তাবলিগ জামায়াত। তিন দিনের এ আয়োজন মিনি ইজতেমা নামে পরিচিত।

গত বৃহস্পতিবার ভোর থেকে নগরীর উত্তম হাজীরহাট এলাকার রব্বানীর চরে এ ইজতেমা শুরু হয়। শুরুর পর থেকে দেশ-বিদেশের তাবলিগের মুরব্বিরা ইসলামের গুরুত্বপূর্ণ নানা বিষয়ের ওপর বয়ান করেন। আখেরি মোনাজাতের আগে হেদায়াতি বয়ানের মাধ্যমে আলোচনা শেষ হয়।

জমায়েত উপলক্ষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে শুরুর দিন থেকেই ইজতেমা এলাকায় তৎপর ছিল আইনশৃঙ্খলা বাহিনী। শেষ দিনও এ ধারাবাহিকতা বজায় ছিল। নিরাপত্তা নিশ্চিত করতে গোটা এলাকায় লাগানো হয়েছিল সিসি ক্যামেরা। আইনশৃঙ্খলা বাহিনীর পোশাকধারী সদস্যদের পাশাপাশি সাদা পোশাকধারী সদস্যরাও তৎপর ছিলেন। এ ছাড়া মুসল্লিদের সার্বিক সহযোগিতার জন্য প্রস্তুত ছিলেন স্বেচ্ছাসেবীরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ