হোম > ছাপা সংস্করণ

মদনে স্কুলশিক্ষিকা ৬ দিন ধরে নিখোঁজ

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মদনে ওয়াফিয়া আক্তার (৩৬) নামের এক স্কুলশিক্ষিকা ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। তাঁর সন্ধান চেয়ে স্বামী এমদাদ উল্লাহ গত শনিবার রাতে মদন থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ ওয়াফিয়া আক্তার মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নের সাহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষিক হিসেবে কর্মরত। তিনি উপজেলার ফতেপুর ইউনিয়নের হাসনপুর গ্রামের মুফতি হোসাইন আহম্মদের মেয়ে ও কিশোরগঞ্জের শোলাকিয়া এলাকার এমদাদ উল্লাহর স্ত্রী।

জিডির সূত্রে জানা গেছে, ওয়াফিয়া আক্তার গত মঙ্গলবার নিজ কর্মস্থল সাহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যান। ওই দিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রধান শিক্ষক কামরুল হাসান জানুর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। এতে প্রধান শিক্ষক কামরুল হাসান জানু, সহকারী শিক্ষিকা নাহিদা আক্তার রেখা, হেভেন আক্তার ও মো. নজরুল ইসলাম একযোগে ওয়াফিয়াকে গালমন্দ করেন।

এ ঘটনার পরদিন থেকেই ওয়াফিয়া আক্তার নিখোঁজ রয়েছেন বলে সাধারণ ডায়েরিতে উল্লেখ করা হয়েছে।

জিডিতে আরও উল্লেখ রয়েছে যে, গত ডিসেম্বর মাসেও প্রধান শিক্ষক ওয়াফিয়া আক্তারকে অকথ্য ভাষায় গালমন্দ করা হয়। পরে মদন উপজেলা শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিতভাবে জানালে বিষয়টির মীমাংসা হয়।

জানতে চাইলে প্রধান শিক্ষক কামরুল হাসান জানু বলেন, ওয়াফিয়ার স্বামী থানায় মিথ্যা ডায়েরি করেছেন। ওয়াফিয়ার সঙ্গে আমার তর্কবিতর্ক হয়েছিল ঠিক। এর পরে রাগে তিনি বাড়ি চলে যান। পরে আর বিদ্যালয়ে না আসায় তাঁকে অনুপস্থিত দেখানো হচ্ছে।

এ ব্যাপারে মদন উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বলেন, আমি শুনেছি সাহিতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ৬ দিন ধরে নিখোঁজ রয়েছেন। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফেরদৌস আলম জানান, স্কুলশিক্ষিকার নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ