বরগুনার পাথরঘাটায় খাল থেকে ছগির হোসেন (৩৪) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার সকাল ৯টার দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের বাঁশতলা এলাকার স্টিল ব্রিজের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, ছগিরকে হত্যার পর লাশ খালে ভাসিয়ে দেওয়া হয়েছে। তিনি ওই এলাকার বাসিন্দা।
ছগিরের ভাই জলিল খলিফা জানান, গত বৃহস্পতিবার বিকেলে তাঁর ভাই বাঁশতলা বাজারে যান। এরপর থেকে কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। সকালে খবর আসে খালে একটি লাশ ভাসছে। সেখানে গিয়ে দেখেন, সেটি তাঁর ভাইয়ের লাশ। জলিল বলেন, ‘প্রতিবেশী জাকারিয়া ফরাজির সঙ্গে দীর্ঘদিন ছগিরের বিরোধ ছিল। কিছুদিন আগে তিনি হত্যার হুমকিও দেন। আমার ধারণা, তাঁরাই ছগিরকে হত্যা করে খালে ভাসিয়ে দিয়েছেন।’ তবে স্থানীয়রা বলছেন, ছগিরের মৃগী রোগ ছিল।
এ বিষয়ে অভিযুক্ত জাকারিয়া বলেন, ‘ছগির খুব ভালো মানুষ ছিলেন। তাঁর স্বজনেরা যে অভিযোগ করেছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তাঁদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ থাকায় এ অভিযোগ করেছেন।’
পাথরঘাটা থানার এসআই আব্দুল জলিল জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।